Header Ads

মুখে মাস্ক পরলেই ধরা পড়বে কিডনির রোগ! | ডা আবিদা সুলতানা | Wearing a mask on your face will detect kidney disease! | Dr. Abida Sultana

মুখে মাস্ক পরলেই ধরা পড়বে কিডনির রোগ! | ডা আবিদা সুলতানা | Wearing a mask on your face will detect kidney disease! | Dr. Abida Sultana

মুখে মাস্ক পরলেই এবার ধরা পড়বে কিডনির রোগ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও, তেমনই এক পদ্ধতি আবিষ্কারের দাবি করেছেন আমেরিকান কেমিক্যাল সোসাইটির বিজ্ঞানীরা। সার্জিক্যাল ফেস-মাস্কই নাকি ধরতে পারবে কিডনির জটিল অসুখ। তার জন্য রক্ত বা প্রস্রাবের নমুনা পরীক্ষা করার প্রয়োজন হবে না। কেবল শ্বাস-প্রশ্বাসই যথেষ্ট। রোগীর শ্বাসেই লুকিয়ে রয়েছে যত রহস্য।

‘এসিএস সেন্সর’ নামক জার্নালে এই গবেষণার খবর প্রকাশিত হয়েছে। ইতালীয় গবেষক কোরাডো ডি নাটালে এমন এক ধরনের সার্জিক্যাল মাস্ক বানিয়েছেন, যা দিয়ে কিছুক্ষণ নাক-মুখ ঢেকে রাখতে হবে। তার পর রোগীর শ্বাসের ধরন দেখে রোগ নির্ণয় করা যাবে।

মাস্ক কী ভাবে কিডনির রোগ ধরবে?

এ নিয়ে নাটালে সেই পদ্ধতি বুঝিয়ে বললেন। কিডনির অসুখ হলে রোগীর শ্বাসের সঙ্গে নাকি অ্যামোনিয়া বার হয়। কেবল অ্যামোনিয়া নয়, আরও নানা ধরনের গ্যাস ও রাসায়নিকও নাকি নির্গত হয়। মাস্কটি সেই সব রাসায়নিকের বিশ্লেষণ করে কিডনির রোগ হয়েছে কি না বা হলেও তা কোন পর্যায়ে রয়েছে, সে বিষয়ে সঠিক তথ্য দিতে পারবে।

নাটালে জানিয়েছেন, মাস্কটির আসল কাজ হল ‘মেটাবোলাইট’ চিহ্নিত করা। পাকস্থলীতে খাবার পাচনের সময়ে তা ভেঙে গিয়ে যে সূক্ষ্মাতিসূক্ষ্ম কণাগুলি বার হয়, সেগুলিকেই বলা মেটাবোলাইট। সেগুলি অ্যামাইনো অ্যাসিড, হরমোন, ভিটামিন, পাচিত খাবার বা শরীরে তৈরি কোনও রকম রাসায়নিক হতে পারে। কিডনির রোগ বা এমনই কোনও অসুখ হলে, শরীরে রাসায়নিকের মাত্রা বেড়ে যায়। যার মধ্যে কিডনির রোগ হলে অ্যামোনিয়া, ইথানল, প্রপানল ও অ্যাসিটোনের মতো রাসায়নিক তৈরি হয় শরীরে, যেগুলি শ্বাসের সঙ্গেও বার হয়। নতুন সার্জিক্যাল মাস্কটি এইসব রাসায়নিকগুলিকেই চিহ্নিত করবে। পাশাপাশি আরও কিছু গ্যাসও নির্গত হয় শ্বাসের সঙ্গে, সেগুলিকেও চিনবে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

মাস্কটিতে ছোট্ট কয়েকটি রুপোর ইলেক্ট্রোড বসিয়েছেন বিজ্ঞানীরা। সেই ইলেক্ট্রোডগুলিকে মুড়ে দিয়েছেন পলিমারের আস্তরণে। এই পলিমারের উপরেও কয়েক পোঁচ পরফাইরিনের স্তর বসিয়েছেন। এর কাজ হল শ্বাসের সঙ্গে যে রাসায়নিকগুলি বেরোচ্ছে, সেগুলিকে চিনে নেওয়া। এ বার ইলেক্ট্রোড যথাযথ তথ্য দিচ্ছে কি না, তা বুঝতে একটি ইলেক্ট্রোড রিডারও বসিয়েছেন সেই মাস্কে।

শতাধিক মানুষকে মাস্কটি পরিয়ে পরীক্ষা করা হয়েছে। বিজ্ঞানীরা দেখেছেন, ৮৪ শতাংশ ক্ষেত্রে মাস্কটি সঠিক ভাবে কাজ করছে। এমন অনেকের কিডনির রোগ শনাক্ত করা হয়েছে, যাঁরা রোগ সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না। রোগ ধরা পড়ার পরে তাঁদের চিকিৎসাও শুরু হয়ে গিয়েছে।



মুখে মাস্ক পরলেই ধরা পড়বে কিডনির রোগ! | ডা আবিদা সুলতানা

Wearing a mask on your face will detect kidney disease! | Dr. Abida Sultana



ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health

ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।


Follow Me -

Facebook : Dr. Abida Sultana 

Youtube : Dr. Abida Sultana 

X : Dr. Abida Sultana 

tiktik : Dr. Abida Sultana 

No comments

Powered by Blogger.